ফের যশোর রোড, Auto গাড়ির উপরে গাছ ভেঙে বিপত্তি! ঘটনায় জখম চালক সহ বেশ কয়েক জন যাত্রী। ঘটনায় চাঞ্চল্য বারাসতে।

ফের পথ চলতি যাত্রীবাহী গাড়ির উপর ভেঙে পড়ল গাছের ডাল !যশোর রোডের উপরে এমন ঘটনায় চাঞ্চল্য।
চলন্ত অটোর উপর ভেঙে পড়ল গাছ। ব্যস্ততম যশোর রোডে চলন্ত অটোর উপর আস্ত একটা গাছ ভেঙে পড়ল। দুর্ঘটনায় জখম হয়েছেন অটোতে থাকা যাত্রীরা। ক্ষতিগ্রস্ত হয়েছে অটো টি।

শনিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে, বারাসাতের জগদীঘাটা-কাজিপাড়া এলাকায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিস। এর জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় যশোর রোডে। স্থানীয় এবং পুলিসের প্রচেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যে যানজট মুক্ত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে পাঁচটা , ছটা নাগাদ বিড়া থেকে বারাসতের চাঁপাডালি আসছিল একটি যাত্রীবোঝাই অটো। যশোর রোড ধরে বারাসতের জগদীঘাটা-কাজিপাড়া পৌঁছতেই হুড়মুড় করে একটা প্রকাণ্ড মেহগনি গাছ শিকড় সহ ভেঙে পড়ে অটোর উপরে। ঘটনায় ভেতরে থাকা যাত্রীরা জখম হন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,নর্দমার পাশে থাকা একটি মেহগনি গাছ আচমকাই একটি চলন্ত অটোর উপরে ভেঙে পড়ে। ঘটনায় অটোর মধ্যে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। গাছের নীচে চাপা পড়া যাত্রীদের স্থানীয়রা এবং পুলিশের পক্ষ থেকে তড়িঘড়ি উদ্ধার করে পাঠানো হয় বারাসত সরকারি হাসপাতালে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নর্দমা মেরামতির কাজ চলার জন্য গাছটির গোড়া থেকে মাটি সরে যায়। মাটি আলগা হয়ে গিয়েছিল ,তার পরেই হুড়মুড় করে ভেঙে পড়ে গাছটি।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত অটোচালক জলধর ঘোষ বলেন… আমি অটো নিয়ে জগদীঘাটা-কাজিপাড়া পৌঁছতেই হঠাৎ দেখি গাছের ডাল হুড়মুড় করে পড়ছে, প্রথমে ভয় পেয়ে যায় ,গাছের ডালটি আমার অটোর উপর এসে পড়ে। অটোর মধ্যে পাঁচ ছয় জন যাত্রীসহ আমি ছিলাম। ঘটনায় কয়েক জন যাত্রী আহত হয়েছেন। আমারও বুকে লেগেছে । কার কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না। এ বিষয়ে তিনি আরো বলেন আমি পি ডব্লিউ ডি এবং সরকারের কাছে অনুরোধ করব যাতে এরকম দুর্ঘটনা আর না ঘটে, তাতে করে যদি গাছ কাটার প্রয়োজন থাকে তাহলে গাছ কাটুক।

Leave a Comment